BRAKING NEWS

যান দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের

ধর্মনগর, ১৩ জানুয়ারি: যান দুর্ঘটনায় ফের পথের বলি হয়েছেন দুই যুবক। শুক্রবার রাতে বাগবাসা থানাধীন নোয়াগাঁও এলাকায় একটি ডাম্পার গাড়ি এবং একটি রয়েল এনফিল্ড বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। এই সংঘর্ষের ফলে গুরুতর আহত হয়েছেন বাইকে থাকা দুই যুবক। তাদেরকে  ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষনের মধ্যেই মৃত্যু হয়েছে দুই যুবকের। 

ঘটনার বিবরণী জানা যায় জাতীয় সড়কের উপর বাগবাসা থানা এলাকায় নোয়াগাঙ দিয়ে একটি ডাম্পার গাড়ি, যার নম্বর টিআর ০৫ডি ১৮০৬  আগরতলা থেকে চুড়াইবাড়ির অভিমুখে যাচ্ছিল। অপরদিক থেকে একটি রয়েল এনফিল্ড বাইক এএস১১- পি- ৭৮৭৯  চুরাইবাড়ি থেকে আগরতলা অভি মুখে যাচ্ছিল। বাইকে দুইজন আরোহী ছিল। তারা একটি গাড়িকে অভারটেক করতে গিয়ে ডাম্পার গাড়িটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের পর দুই বাইক আরোহী বাইক সহ মাটিতে লুটিয়ে পড়ে। 

তাদেরকে তৎক্ষণাৎ ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে তারা।  তাদের কাছ থেকে কোন ধরনের প্রমাণপত্র পাওয়া যায়নি। শুধু একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে যাতে লেখা রয়েছে রোহিত রাজকুমার, গ্রাম আলগাপুর, শিলচর ,কাছাড় জেলা, আসাম।  দুটি মৃতদহ উত্তর জেলা হাসপাতালে রাখা হয়েছে। 

এদিকে ডাম্পার চালকের নাম  আপন নাথ(২৬), বাড়ি কালিকাপুর ওয়ার্ড নাম্বার ৫, ধর্মনগর মহাকুমা উত্তর ত্রিপুরা।

শনিবার সকালে দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মামা খুকুমণি সিনহা। তিনি জানান মৃত উনার ভাগিনা উমাকান্ত সিনহা ( ২৭), সে বিএসএফের কর্মরত গতকাল তার এক বন্ধু দাম ছড়াতে থাকে, তার সাথে দেখা করতে যাওয়ার সময় দুর্ঘটনায় ঘটে। তার সাথে ছিল ২২ বছরের রোহিত রাজকুমার সে এখনো ছাত্র। দুজনের বাড়ি আলগাপুর শিলচর কাছাড় জেলায়। বিএসএফের কর্মরত হওয়ায় উমাকান্ত সিনহার মৃতদেহ ধর্মনগর হাসপাতাল থেকে নিয়ে যেতে বিএসএফের গাড়িও আসে। এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে অকালে দুটি প্রাণ ঝরে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *