নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): সোনাল মায়ের জীবন জনকল্যাণ, দেশের সেবায় নিবেদিত ছিল। সোনাল মা ছিলেন দেশের ঐক্য ও অখণ্ডতার বলিষ্ঠ অভিভাবক। ভারত বিভাজনের সময় যখন জুনাগড় ভাঙার ষড়যন্ত্র চলছিল, তখন শ্রী সোনাল মা চণ্ডীর মতো তাঁদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মাধাদাতে আই শ্রী সোনাল মায়ের জন্মশতবর্ষ উদযাপনে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদী।
প্রধানমন্ত্রী বলেছেন, “সৌরাষ্ট্রের এই সনাতন সন্ত পরম্পরায় শ্রী সোনাল মা ছিলেন আধুনিক যুগের আলোর বাতিঘর। তাঁর আধ্যাত্মিক শক্তি, তাঁর মানবিক শিক্ষা, তাঁর তপস্যা… এই সবই তাঁর ব্যক্তিত্বে এক বিস্ময়কর ঐশ্বরিক আকর্ষণ তৈরি করেছিল। যা আজও অনুভব করা যায় জুনাগড় ও মাধরার সোনালধামে।” প্রধানমন্ত্রী বলেছেন, “শ্রী সোনাল মা সমাজে শিক্ষার জন্য আশ্চর্যজনক কাজ করেছিলেন। সমাজকে নেশা ও নেশার অন্ধকার থেকে সরিয়ে সমাজে এনেছেন নতুন আলো। সমাজকে খারাপের হাত থেকে বাঁচাতে কাজ করে যেতে থাকেন সোনাল মা।”