পাথারকান্দির ডেঙ্গারবন্দে শীতবস্ত্র বণ্টন

পাথারকান্দি (অসম), ১২ জানুয়ারি (হি.স.) : অন্যান্য বছ‌রের মতো এবারও করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকাধীন লোয়াইর‌পোয়া ব্ল‌কের ডেঙ্গারবন্দ গ্রা‌মের দুস্থদের ম‌ধ্যে শীতবস্ত্র বণ্টন করেছে আল আমিন মিসকিন ফাউন্ডেশন এবং নর্থইস্ট ইন্ডিয়া টুর অ্যান্ড ট্রেভেলস এজে‌ন্সি।

আজ শুক্রবার সকা‌লে দুই সংস্থার কর্মকর্তা‌দের উপ‌স্থি‌তি‌তে ডেঙ্গারবন্দ গ্রা‌মের অর্ধশতা‌ধিক নাগরিকদের ম‌ধ্যে শীতবস্ত্র বণ্টন করা হয়। শীতবস্ত্র পেয়ে খু‌শি ব্য‌ক্ত ক‌রে‌ছেন স্থানীয়রা। আজকের বস্ত্র বিতরণে অন্যান্যদের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন ফজল আহমেদ, আফজল আহমেদ, সাব্বির আহমেদ, ধ্রুব সিনহা, আবদুর রহমান, আনোয়ার হোসেন প্রমুখ।