বুধবার সপরিবারে গঙ্গাসাগর মেলায় যাচ্ছেন সিভি আনন্দ বোস

কলকাতা, ৯ জানুয়ারি (হি.স.): সপরিবারে গঙ্গাসাগর মেলায় যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে তাঁরা দু’দিন থাকবেন। বুধবার সকাল ৯ টা নাগাদ হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে চেপে রওনা দেবেন তাঁরা। তার আগে মঙ্গলবার বিকেলে রাজ্যপালের নিরাপত্তারক্ষীরা রওনা দেবেন। রাতের মধ্যে তাঁরা সাগর মেলায় গিয়ে পৌঁছবেন।

মঙ্গলবার রাজভবন সূত্রের দাবি, গতকালই দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনকে রাজ্যপালের গঙ্গাসাগর ভ্রমণের বিস্তারিত তথ্য ও নিরাপত্তা সুনিশ্চিত করতে জানানো হয়েছে।

এ দিকে, গঙ্গাসাগরে যাওয়ার জন্য রাজভবন থেকে নবান্নের কাছে হেলিকপ্টার না চাওয়া হলেও ইচ্ছাপ্রকাশ করা হয়েছিল। রাজ্যপালের সেই ইচ্ছাকে সম্মান জানিয়েছে নবান্ন। যদিও এর আগে বহুবার হেলিকপ্টার চেয়ে পায়নি রাজভবন। তবে সন্দেশখালি কাণ্ডে কড়া মনোভাব ও ভিসি নিয়োগে দ্বন্দ্বের মধ্যেও রাজ্যপালকে হেলিকপ্টার প্রদানে রাজভবন ও নবান্নের মধ্যে সম্পর্ক কিছুটা মসৃণ হয়েছে বলে মনে করছে অভিজ্ঞমহল।

সূত্রের আরও দাবি, রাজ্যপাল গঙ্গাসাগর ভ্রমণে গিয়ে সেখানে দু’দিন থাকবেন। সেখান থেকে কলকাতা ফিরবেন আগামী ১১ জানুয়ারি। রাতে থাকবেন সার্কিট হাউস অথবা অন্য কোনও সরকারি আবাসনে। গঙ্গাসাগরে পরিস্থিতি বুঝে পুণ্যস্নানও সারতে পারেন রাজ্যপাল। একইভাবে কপিলমুনির আশ্রম ঘুরে দেখতে পারেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *