জুয়েলার্স কাজলের রৌপ্য জয়ন্তী বার্ষিকী উপলক্ষ্যে গুণীজন সংবর্ধনা

আগর‍তলা, ৭ জানুয়ারী : বিচিত্রানুষ্ঠান, সঙ্গে গুণীজন সংবর্ধনা। উপরি পাওনা বিষয়ভিত্তিক আলোচনা। ‌সমাজে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরুপ রাজ্যের ৩ জন বিশিষ্ট ব্যক্তিকে কাজল কালচারাল ফোরামের তরফে রবিবার পুরস্কৃত ও সম্বর্ধিত করা হয়েছে।  এয়ারপোর্ট রোডস্থিত নতুন নগরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের প্রত্যেকের হাতে মানপত্র,  ফলক এবং ১০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।  জুয়েলার্স কাজলের রজত জয়ন্তী প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রতিষ্ঠানের কর্ণধার গৌতম  শীল গুনীজনদের হাতে পুরস্কার তুলে দেন। ত্রিপুরায় ভারত নাট্যমে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব  ড: পদ্মিনী চক্রবর্তী ও চিত্রশিল্পী জীবন কৃষ্ণ শীল এই বছর এই পুরস্কার পেলেন। সমাজ সেবায়  কল্যাণ দাশগুপ্ত এই পুরস্কারের জন্য নির্বাচিত হলেও  অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন নি। অনুষ্ঠানে সঙ্গীত মহাবিদ্যালয়ের  অধ্যক্ষা মনিকা দাস,  আর্ট কলেজের এসোসিয়েট অধ্যাপক  দেবব্রত দাস,  কাজল এস্ট্রোলজিক্যাল রিসার্চ সোসাইটির প্রণব শেখর চৌধুরী প্রমুখ তাদের বক্তব্যে, এই উদ্যোগের ভূয়ষী প্রশংসা করেন। প্রোগ্রাম কো-অর্ডিনেটর এবং সঞ্চালকের ভূমিকায় বিশিষ্ট সাংবাদিক সুপ্রভাত দেবনাথ টানা ৪ ঘন্টার বিচিত্রানুষ্ঠান প্রাণবন্ত করে রেখেছেন। যে পরিবেশ বা সমাজে একটি প্রতিষ্ঠান গড়ে উঠে, সেই সমাজের প্রতি প্রতিষ্ঠানের কিছু দায়বদ্ধতা জন্মায়। বর্তমান সময়ে বিভিন্ন প্রতিষ্ঠান এই ধরনের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশ গ্রহন করছে। আজকের কর্মসূচি সেই দিশারই একটি মাইল  ফলক। এছাড়া ভিন্নধর্মী এই অনুষ্ঠানে জুয়েলার্স কাজলের তরফে বর্ষসেরা জ্যোতিষ গুরু প্রদীপ আচার্য, ড. ভাস্কর দাশগুপ্ত সহ ১৬ জন বিশিষ্ট জ্যোতিষ বিশেষজ্ঞকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *