ধর্মনগর, ২ জানুয়ারি : পানীয় জলের দাবিতে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের যুবরাজনগর বিধানসভার রাজাপুর পঞ্চায়েতে পথ অবরোধ করেন স্থানীয় মহিলারা। অবরোধ চলাকালীন প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথের স্বামীর অভব্য আচরণ ঘিরে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
জানা গিয়েছে, ধর্মনগর থানাধীন যুবরাজনগর বিধানসভা এলাকার রাধাপুর গ্রাম পঞ্চায়েতে ৭ কিলোমিটার রাস্তা জাতীয় সড়কের আওতাধীন হওয়ার কারণে জমি অধিগ্রহণ করে রাস্তার কাজ চলছে। এই রাস্তার কাজ করতে গিয়ে গ্রামে যে জলের পাইপলাইন ছিল তা বহু জায়গায় ফেটে গিয়ে প্রায় ১৫ দিন যাবত পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে গেছে। গ্রামবাসীদের জলের অভাব পূরণ করতে প্রতিদিন ডিডাব্লিউএস দপ্তর থেকে গ্রামে জলের বন্দোবস্ত করা হয়। ২০০ থেকে ২৫০ টি পরিবার রয়েছে এই গ্রামে। প্রতি পরিবার সর্বোচ্চ ১০০ লিটার জল পেয়ে থাকে কিন্তু শেষ তিন দিন যাবত এই জলটুকু সঠিকভাবে জোটে না। তাই গ্রামবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে গ্রামবাসীরা জলের দাবিতে রাস্তা অবরোধ করে।
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে মলিনা দেবনাথ নান্টু গোস্বামী সকলেই গ্রামবাসীদের সাথে সমস্যা সমাধানের কথাবার্তা বলেন। হঠাৎ করে মলিনা দেবনাথের স্বামী পদ্মপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষক নিরঞ্জন দাস লাথি দিয়ে মহিলাদের কলসি ফেলে দেয়। এতে অবরোধকারীদের মধ্যে ক্ষোভ চূড়ান্ত আকার ধারণ করে। তারা এই ঘটনাকে কোনভাবেই মেনে নিতে পারেনি। এলাকা এই ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে। মলিনা দেবনাথ পরিবেশকে শান্ত করতে চেষ্টা করলেও এলাকার মহিলা পুরুষ কেউই মলিনা দেবনাথের কথা মানতে নারাজ।

