নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বরঃ
মুহুরী অমিত আচার্য হত্যা মামলায় আইনজীবী অনির্বাণ তলাপাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাঁকে তার বড়দোয়ালীস্থিত বাড়ির পাশ থেকে আটক করেছে পুলিশ। আজ তাঁকে আদালতে সোপর্দ করে পাঁচদিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে আদালত চত্বরে মুহুরী অমিত আচার্যকে মারধর করা হয়েছিল। পরবর্তীতে তাঁর মৃত্যু হয়। সেই অনুযায়ী আগরতলা পশ্চিম থানায় একটি খুনের মামলা করা হয়েছিল। মামলার নম্বর ছিল ১৭৪/ ২০২৩। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ আগেই আইনজীবী গোপাল সিং কে এই হত্যাকান্ডে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছিল।
এই হত্যাকান্ডে আরও ৫-৬ জন জড়িত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। তবে তারা প্রত্যেকেই পলাতক বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। আইনজীবী অনির্বাণ তলাপাত্রও পলাতক ছিল। গতকাল রাতে গোপন খবরের ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।