নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ৩১ ডিসেম্বরঃ
আচমকাই খর বোঝাই গাড়িতে অগ্নিকান্ডে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে আজ জম্পুইজলা আর ডি ব্লকের অন্তর্গত টাকারজলা পাইলাভাঙ্গা এলাকায়। এদিন দুপুরে একটি খর বোঝাই গাড়ী রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই ওই খর বোঝাই গাড়িটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহূর্তেই।
তড়িঘড়ি স্থানীয়রা গাড়িটিতে জল দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সঠিক সময়ে আগুন নিয়ন্ত্রণে না আনা হলে বড় ধরণের কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে ধারণা স্থানীয়দের।