হরিশ্চন্দ্রপুর, ৩০ ডিসেম্বর (হি. স.) : মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা ফরেস্ট থেকে কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে স্থানীয়রাই প্রথম কিশোরের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত দেহ দেখতে পান।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কিশোর কয়েকদিন আগে স্থানীয় দেগুণ গ্রামে তার দিদার বাড়ি বেড়াতে এসেছিল। গতকাল রাত থেকে সে নিখোঁজ ছিল। এদিন সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। যদিও পরিবারের দাবি, পরিকল্পিতভাবে কেউ বা কারা খুন করেছে কিশোরকে। পুলিশ তদন্ত করলেই প্রকৃত ঘটনা সামনে আসবে। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভালুকা ফাঁড়ির পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত চলছে।

