উত্তর ২৪ পরগণা, ২৮ ডিসেম্বর (হি.স.): গোটা দেশে লড়াইটা হবে আইএনডিআই জোটের ব্যানারে। তবে বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়বে তৃণমূলই। দেগঙ্গার সভা থেকে জোট নিয়ে নিজের অবস্থান অনেকটাই স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।আইএনডিআই জোটে তৃণমূলের শরিক কংগ্রেস এবং সিপিএম।
বামেদের সঙ্গে রাজ্যে তৃণমূলের কোনওরকম সমঝোতা যে হবে না, সেটা আগেই স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেত্রী। দেগঙ্গার সভা থেকে কংগ্রেসকেও যেন বার্তা দিয়ে গেলেন মমতা। স্পষ্ট করে বলে দিলেন, বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়বে তৃণমূলই।
দেগঙ্গার সভায় তৃণমূল নেত্রী বললেন, “আইএনডিআই জোট সারা ভারতবর্ষে থাকবে। আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়বে। মনে রাখবেন বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে। সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে। তৃণমূল কংগ্রেস ছাড়া আর কোনও দল নয়।”
মমতা এদিন যেভাবে জোর গলায় বলে গেলেন তৃণমূলের মতো অন্য কোনও দল বিজেপিকে শিক্ষা দিতে পারবে না, সেটা বেশ তাৎপর্যপূর্ণ। আরও তাৎপর্যপূর্ণ হল, এদিন ফের বাম-বিজেপি এবং কংগ্রেসকে একাসনে বসিয়েছেন তৃণমূল নেত্রী।
মমতা এদিন বলেন,”বালুকে ওরা গ্রেফতার করিয়েছে যাতে নির্বাচনের কাজ না করতে পারে। আর সেই খুশিতে বাম-বিজেপি আর কংগ্রেস একসঙ্গে মিছিল করতে নেমে পড়েছে।”
আইএনডিআই জোটের চতুর্থ বৈঠকে বাংলায় কংগ্রেসের সঙ্গে জোটের একটি রফাসূত্র দিয়েছিলেন তৃণমূল নেত্রী নিজেই। কংগ্রেসকে দুটি আসন ছাড়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি। একই সঙ্গে জোট চূড়ান্ত করার জন্য ৩১ ডিসেম্বর সময়সীমাও দিয়েছিলেন। সেই সময়সীমা শেষের দিকে আসন রফা নিয়ে আর বিশেষ অগ্রগতি হয়নি। এরই মধ্যে তৃণমূল নেত্রীর এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।