রাম মন্দিরে যাচ্ছেন কি, প্রশ্ন শুনেই বিরক্ত মুখ্যমন্ত্রী

উত্তর ২৪ পরগণা, ২৮ ডিসেম্বর (হি.স.) : অযোধ্যায় নতুন নির্মিত রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে পুজোয় বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সমস্ত বিরোধী দলের নেতাকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানিয়েছে মন্দির নির্মাণ কমিটি। বৃহস্পতিবার তৃণমূলের সভার ফাঁকে এ ব্যাপারে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতেই বিরক্তি প্রকাশ করলেন তিনি। সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে তিনি যাবেন কিনা! জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা শ্লেষের সঙ্গেই বলেন, “ভাই তোমরা তো সব জেনে বসে আছো। আমি তো কিছুই জানি না।” তৃণমূল সূত্রে অবশ্য জানানো হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অযোধ্যায় যাওয়ার কোনও সম্ভাবনা নেই। গেলেও অন্তত ওই দিন যাবেন না। তবে হ্যাঁ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো কাউকে প্রতিনিধি হিসাবে পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।