ঢাকা, ২৬ ডিসেম্বর (হি.স.) : ফের অগ্নিকান্ডের ঘটনা ঘটল বাংলাদেশের পাট কলে । সোমবার রাতে খুলনার দিঘলিয়া মহকুমার জামান পাট কলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দৌলতপুর, দিঘলিয়াসহ আশপাশের দমকল দফতর থেকে দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে । প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে আগুন নেভাতে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক রাত পৌনে ১০টার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে রাত দশটা থেকে দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। মিলের জিএম রিপন মোল্লা জানান, সোমবার রাত ৯ টায় মিল বন্ধ করে তারা বাড়ি চলে যান। পরে তিনি স্থানীয়দের কাছে আগুন লাগার বিষয়টি জানতে পারেন।
খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, আগুন লাগার খবর পেয়ে খুলনার দমকলের আটটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে পাটের আগুন হওয়ায় ড্যাম্পিং ডাউনের কাজ চলছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।