আগরতলা পাবলিক স্কুল, ইংলিশ মিডিয়াম-র উদ্যোগে প্রাইজমানি মিনি ম্যারাথন প্রতিযোগিতা আগামী ৩১ ডিসেম্বর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর: আগরতলা পাবলিক স্কুল, ইংলিশ মিডিয়াম-র উদ্যোগে প্রাইজমানি মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ৩১শে ডিসেম্বর রবিবার সকাল ছ’টায়। পুরাতন আগরতলা ব্লক অফিস থেকে শুরু হয়ে  চন্দ্রপুরস্থিত তুষার সংঘ প্রাঙ্গনে এসে এই ম্যারাথন শেষ হবে।

পতাকা নাড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করবেন পুরাতন আগরতলা ব্লক উন্নয়ন কমিটির মাননীয় চ্যায়ারম্যান  বিশ্বজিৎ শীল 

 এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী  অমিত নন্দী।

পুরুষ ও মহিলা-এই দুই বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উভয় বিভাগেই থাকবে-প্রথম পুরস্কার চার হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার তিন হাজার টাকা, তৃতীয় পুরস্কার দুই হাজার টাকা এবং থাকবে অন্যান্য পুরস্কার।