নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর (হি. স.) : সোমবার প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ । তার
এক্স হ্যান্ডেলে প্রয়াত নেতা বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা জানিয়ে শাহ লিখেছেন – অটল জি নিঃস্বার্থভাবে দেশ ও সমাজের সেবা করেছেন। তিনি বিজেপির মাধ্যমে দেশে জাতীয়তাবাদী রাজনীতিকে একটি নতুন দিকনির্দেশনা দিয়েছেন।
শাহ বলেন, একদিকে তিনি পারমাণবিক পরীক্ষা এবং কার্গিল যুদ্ধের মাধ্যমে বিশ্বকে উদীয়মান ভারতের শক্তি উপলব্ধি করেছেন, অন্যদিকে তিনি দেশে সুশাসনের দৃষ্টিভঙ্গি উপলব্ধি করেছেন। তার অসামান্য অবদানকে দেশ চিরদিন মনে রাখবে।