দুর্গাপুর, ২৩ ডিসেম্বর (হি. স.) : স্থায়ী শ্রমিকদের অন্যত্র বদলির প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন করে গেট পাশ ইস্যু হয়নি অস্থায়ী ক্যাজুয়াল শ্রমিকদের। তার জেরে ভবিষ্যত চরম অনিশ্চয়তার মুখে। কারখানার কর্মসংস্থান সুনিশ্চিত করতে বিক্ষোভ দেখাল রাজ্য সরকারের দুর্গাপুর কেমিক্যালস লিমিটেড (ডিসিএল) অস্থায়ী কর্মীরা।
উল্লেখ্য, দুষণ নিয়ন্ত্রন পর্ষদের নির্দেশে গত ২০১৯ সালের ডিসেম্বর মাসে রাজ্য সরকারের দুর্গাপুর কেমিক্যালস লিমিটেড (ডিসিএল) কারখানাটির উৎপাদন বন্ধ হয়। যদিও, ১২৮ জন স্থায়ী ও অস্থায়ী ২১৪ জন জন শ্রমিককে নিয়মিত বেতন দেওয়া হচ্ছিল। এবং প্রতিবছর ডিসেম্বর তাদের গেট পাশও ইস্যু হত। সম্প্রতি, গেট পাস ইস্যু না হওয়ায় চরম অনিশ্চয়তার মুখে পড়ে অস্থায়ী ক্যাজুয়াল শ্রমিকরা। অভিযোগ, তাঁদের ভবিষ্যৎ নিয়ে কোনও উদ্যোগ নিচ্ছে না কারখানা কর্তৃপক্ষ। শনিবার প্রায় ২১৪ জন কারখানা গেটের সামনে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ অস্থায়ী কর্মীদের নতুনভাবে কর্মসংস্থান দেওয়ার বিষয়ে উদাসীন। কর্মীদের দাবি, অবিলম্বে কারখানা কর্তৃপক্ষকে অস্থায়ী শ্রমিকদের কর্মসংস্থান সুনিশ্চিত করতে হবে।
বিক্ষোভরত অনিমেষ মন্ডল, উজ্জ্বল বিশ্বাস প্রমুখ শ্রমিকরা বলেন,” প্রতিবছর ডিসেম্বর মাসের ২০-২২ তারিখ গেটপাশ ইস্যু হয়। আগামী ২০২৪ সালের জন্য এবছর এখনও কোন গেট পাশ ইস্যুর কাজ শুরু হয়নি। স্থায়ী শ্রমিকদের সঙ্গে গত ৩০ বছর ধরে সমতালে কাজ করেছি। স্থায়ী শ্রমিকদের অন্যত্র বদলি হলেও, ক্যাজুয়াল শ্রমিকদের কোনরকম বদলির প্রক্রিয়া শুরু হয়নি। ভবিষ্যত চরম অনিশ্চিয়তার মুখে পড়েছি।” দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর কারখানা কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়।
তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি অভিজিত ঘটক জানান,” শ্রমিকদের পাশে আছি। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রয়েছি। এখনও কোন চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি। স্থায়ী শ্রমিকদের যেমন অন্যত্র ব্যাবস্থা হয়েছে। তেমনই অস্থায়ী শ্রমিকদের ব্যাবস্থা করার জন্য কর্তৃপক্ষ ও শ্রমদফতরের কমিশনারকে জানিয়েছি