নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর : ফুলের বৈচিত্র্যময় সমারোহ কার না ভাল লাগে! আর সেই ফুলটি যদি হয় ফুলের রানি জগদ্বিখ্যাত চন্দ্রমল্লিকা-যার বৈচিত্র্য ও বৈভব সকল পুষ্পপ্রেমীকে চমকে বাকরুদ্ধ করে দেয়, তাহলে তো কথাই নেই। এই জগদ্বিখ্যাত ফুলকে নিয়েই ত্রিপুরা ক্রিসেনথিমাম গিল্ড এবছরও প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করেছে।
আগামী ২৫শে ডিসেম্বর সারা বিশ্ব যখন বড়দিনের আনন্দে মেতে উঠবে, সেই সময় ক্রিসেনথিমাম গিল্ডের সদস্যরা মেতে উঠবেন “চন্দ্রমল্লিকা দিবস” উদযাপনের আনন্দময় আয়োজনে। ২৫ শে ডিসেম্বর বিকেল থেকে ২৭ শে ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় মন্ত্রী বাড়ী রোড(রূপসী সিনেমা হল) প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
ত্রিপুরার ফুলচাষীরা এই প্রদর্শনী ও প্রতিযোগিতায় তাদের পুষ্পসম্ভার নিয়ে অংশ গ্রহণ করবেন। চন্দ্রমল্লিকার এই বৈচিত্র্যময় ও বিস্ময়কর সমারোহে উপস্থিত থাকার জন্য সকল দর্শক ও পুষ্পপ্রেমীকে আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে ত্রিপুরা ক্রিসেনথিমাম গিল্ড।