নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর : ফের গাঁজা বিরোধী অভিযানের সাফল্য পেল সিধাই থানার পুলিশ। শনিবার ঈশানপুর এলাকায় গাঁজা বিরোধী অভিযানে প্রায় ১৪ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে বলে জানায় পুলিশ।
এদিন ঈষানপুর এলাকায় বিস্তীর্ণ ভূমিতে গড়ে ওঠা অবৈধ গাঁজা বাগানে আচমকা হানা দিয়েছে টিএসআর এবং পুলিশ। গাঁজা বাগান কেটে নষ্ট করার পাশাপাশি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে নিরাপত্তা কর্মীরা। এই এলাকাতে গাঁজা বাগান গড়ে ওঠার বিষয়ে ইতিমধ্যেই স্থানীয়দের তরফেও বিস্তর অভিযোগ ছিল। তার পরিপ্রেক্ষিতেই এদিন অভিযান চালিয়ে গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে।