আগরতলা ,২৩ ডিসেম্বর : গত বছরের ৩ জুন মায়ের সাথে অভিমান করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে গিয়েছিল কৈলাসহর গোবিন্দপুর এলাকার যুবক রুহিদাস সরকার। আজ দেড় বছর পর বাড়ি ফিরেছে রুহিদাস।
এ বিষয়ে রুহিদাস সরকার বলেন, গত ২০২২ সালের ৩ জুন বাংলাদেশে পালিয়ে গিয়েছিল সে। অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার পেলে ১৭ মাস ৯ দিন জেল হেফাজতে ছিল। আজ জেল হেফাজত থেকে মুক্তি হয়েছে। মায়ের সঙ্গে অভিমান করে বাংলাদেশ চলে গিয়েছিল বলে জানিয়েছে সে।