নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.): আবারও সংবাদ মাধ্যমের দিকে আঙুল তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার দিল্লির যন্তর মন্তরে বিরোধীদের প্রতিবাদ মঞ্চ থেকে রাহুল গান্ধী বলেছেন, “দেশের বেকারত্ব নিয়ে মিডিয়া কোনও কথা বলে না। তবে রাহুল গান্ধী একটি ভিডিও রেকর্ড করেছেন, সেই কথা বলছেন। যেখানে সাসপেন্ড হওয়া সাংসদরা বাইরে বসে ছিলেন।”
সংসদে নিরাপত্তা বিচ্যুতি প্রসঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আরও বলেছেন, “২-৩ জন সংসদে ঢুকে ধোঁয়া ছড়ালো। এই সময় পালিয়ে যান বিজেপি সাংসদরা। এই ঘটনায় নিরাপত্তা লঙ্ঘনের প্রশ্ন উঠলেও, কেন তারা এভাবে প্রতিবাদ করল তা নিয়েও প্রশ্ন উঠেছে। উত্তর হচ্ছে দেশে বেকারত্ব।”
প্রসঙ্গত, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে এবং এনসিপি প্রধান শরদ পওয়ার এবং বিরোধী জোটের নেতারা এদিন দিল্লির যন্তর মন্তরে সাংসদদের বরখাস্তের বিরুদ্ধে ”গণতন্ত্র বাঁচাও” বিক্ষোভে অংশ নেন।

