নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২১ ডিসেম্বর : আকর্ষণীয় পর্যটন ক্ষেত্র হিসাবে পথ চলা শুরু হয়েছিল বড়মুড়া ইকোপার্কের। কিন্তু সেই স্বপ্ন ইতিমধ্যে ছারখার হয়ে যাওয়ার উপক্রম। স্বপ্ন ছিল অনেক, আশা ছিল ক্রম উন্নয়নের মাধ্যমে এই বড়মুড়া ইকোপার্ক এক সময় গোটা তেলিয়ামুড়াকে রাজ্য তথা দেশের পর্যটন মানচিত্রে বিশেষস্থানে আসীন করবে।
কিন্তু বাস্তবটা অন্যরকম। প্রকৃত রক্ষণাবেক্ষণ এবং নতুনত্বের অভাবে বর্তমানে এক প্রকার গরিমা হারাতে বসেছে হাতাই কতর বা বড়মুড়া ইকোপার্ক। প্রতিবছরই তেলিয়ামুড়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের পর্যটন প্রেমীরা বিশেষ করে শীতের মরশুমে প্রাকৃতিক পরিবেশে অনাবিল আনন্দ উপভোগ করার জন্য প্রিয়জনদের সাথে, পরিবার-পরিজনদের সাথে এই হাতাই কতর ইকোপার্কে ভ্রমণ করতে আসেন ব্যাপক সংখ্যায়।
তবে বর্তমানে শীতের মরশুম শুরু হলেও বড়মুড়া ইকোপার্কে পর্যটন প্রেমী বা ভ্রমণ বিলাসীদের আনাগোনা নেই বললেই চলে। এর কারণ হিসাবে অনেকেই এখন পর্যন্ত তেমনভাবে শীত জাঁকিয়ে না পড়ার বিষয়টাকে সামনে আনার চেষ্টা করলেও কারণটা কিন্তু অন্য জায়গায় লুকিয়ে আছে বলে মনে করছেন একাংশ ভ্রমণপিপাসু লোকজন। তাদের অভিযোগ, এই বড়মুড়া ইকোপার্কের দায়িত্বে থাকা তেলিয়ামুড়া বনদপ্তর পার্কটির রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে অনেকটাই দায়সাড়া ভূমিকা পালন করে আসছে। এছাড়া এই সময়ের মধ্যে হাতাই কতরে নেই কোনও নতুনত্বের ছাপও। যার ফলেই ধীরে ধীরে এই পার্কের গ্রহনযোগ্যতা কমছে।

