ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর।। সুপার ফোরে খেলা এ বছরের জন্য অধরাই থেকে যাচ্ছে। তবুও গ্রুপ লীগের শেষ ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে দুই দল জুয়েলস কোচিং সেন্টার ও ক্রিকেট অনুরাগী এবারকার মরসুম শেষ করেছে। খেলা সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেটের। আয়োজক ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। তবে শেষ দিকে টানা দুই ম্যাচে জয় দু’দলের কাছেই পরবর্তী সময়ের জন্য অনেকটাই আশাপ্রদ। নীপকো মাঠে অনুষ্ঠিত খেলায় জুয়েলস কোচিং সেন্টার ৩ উইকেট এর ব্যবধানে দশমী ঘাট কোচিং সেন্টারকে পরাজিত করেছে। টস জিতে জুয়েলস প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়ে দশমী ঘাটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। দশমীঘাট ৫৬ রানে ইনিংস শেষ করলে জুয়েলস ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায়। বিজয়ী দলের পক্ষে ক্রীশ ভৌমিক ৮ রানে ৬ উইকেট দখল এবং ১৯ রান সংগ্রহ করে করে ম্যাচের সেরা হয়েছে। নরসিংগড় পঞ্চায়েত গ্রাউন্ডে অনুষ্ঠিত দিনের অপর খেলায় ক্রিকেট অনুরাগী ৫ রানের ব্যবধানে রোমাঞ্চকর জয় পেয়েছে। মৌচাক কোচিং সেন্টার কে হারিয়ে। টস জিতে ক্রিকেট অনুরাগী প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ৩৭ ওভারে ১১৬ রানে ইনিংস শেষ করে। জবাবে মৌচাক কোচিং সেন্টার এক বল বাকি থাকতে ১১১ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। মৌচাকের অক্ষিত দেবনাথ ১৫ রানে চারটি এবং অনুরাগীর দেবরাজ মজুমদার ৩টি ও প্রিজেশ বিশ্বাস দুটি উইকেট পেলেও বিজয় যাদব ৩৬ রান সংগ্রহের সুবাদে ম্যাচের সেরার স্বীকৃতি পায়।
2023-12-21

