আগুনে পুড়ে ছাই তিনটি দোকান

আগরতলা, ২১ ডিসেম্বর : আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তিনটি দোকান। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারণা দমকলবাহিনীর। বুধবার গভীর রাতে তেলিয়ামুড়া থানাধীন বুলেট ক্লাব সংলগ্ন টেলিফোন এক্সচেঞ্জ চৌমুহনীর ৩ জনের দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে। ওই ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।

জনৈক দমকলবাহিনী জানিয়েছেন, গতকাল গভীর রাতে স্থানীয় মানুষ বাজারে আগুন লাগার দৃশ্য দেখতে পায়। সাথে সাথে খবর দেওয়া হয়েছে দমকলবাহিনীকে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দোকানের মালিক। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে দোকানগুলো সম্পূন পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি আরো জানিয়েছেন,কিন্তু আগুন লাগার কারণ খুঁজে পাওয়া যায় নি। প্রাথমিক ধারণা বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক এক লক্ষাধিক টাকা হবে বলে জানান তিনি।