পথ অবরোধ, মিছিলে ধর্মতলায় তীব্র যানজট, নাকাল যাত্রীরা

কলকাতা, ২০ ডিসেম্বর (হি.স.): বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে পথে নামলেন আইসিডিএস কর্মীরা। বুধবার তাঁরা প্রতিবাদস্বরূপ ধর্মতলা অবরুদ্ধ করে পথে বসে পড়েন। এর ফলে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে।

অন্য দিকে, বামপন্থী শ্রমিক সংগঠন সিটুর হকার ইউনিয়নের মিছিল বেরোয় প্রায় একই জায়গায়। ফলে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা চত্বর অবরুদ্ধ হয়ে পড়ে। এতে চরম ভোগান্তির মুখে পড়েন সাধারণ মানুষ।

প্রসঙ্গত, ক’দিন আগেই বিরোধী দলনেতার দাবি, আইসিডিএস কর্মীদের মোবাইল ফোন কিনে অ্যাপ চালু করার জন্য চার বছর আগে ১৫০ কোটি টাকা কেন্দ্র দিয়েছিল। এই অ্যাপের নাম আয়ুষ্মান ভারত হেল্থ অ্যাকাউন্ট (আভা)। ঝাঁঝালো আক্রমণ শানিয়ে শুভেন্দু বললেন, “এই রাজ্য সরকার আইসিডিএস কর্মীদের মোবাইল কেনার জন্য ১৫০ কোটি টাকা চুরি করেছে। ফলে অ্যাপ চালু হয়নি।”

অন্যদিকে, হাইকোর্টের নির্দেশ মেনে অতি সম্প্রতি কলকাতার গ্র্যান্ড হোটেলের লাগোয়া ফুটপাথ পুলিশ ও পুরসভা যৌথ অভিযান চালিয়ে আংশিক দখলমুক্ত করেছে। হকার সমস্যা নিয়ে ববি হাকিমের বক্তব্য, ‘স্থানীয় থানার মদত ছাড়া হকাররা এভাবে ফুটপাতে বসতে পারে না। আমার কাছে প্রমাণ না থাকলেও আমি শুনেছি যে কিছু কিছু হকার ইউনিয়ন এবং পুলিশের একটি মান্থলি সিস্টেম আছে। এটা কিন্তু খুব খারাপ হচ্ছে।’