আগরতলা, ২০ ডিসেম্বর : বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে স্বচ্ছ নিয়োগ নীতি মাধ্যমে যোগ্য প্রত্যাশীদের হাতে চাকুরীর দেওয়া হয়েছে। আজ আগরতলা প্যালেস কম্পাউন্ডস্থিত ত্রিপুরা সরকারের রেজিস্ট্রার অফ কো-অপারেটিভ সোসাইটির অফিস গৃহে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন সমবায় মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া। এদিন কো-অপারেটিভ দপ্তরের ৫২ জন এবং সংখ্যালঘু দপ্তরের ০৫ সর্বমোট ৫৭ জনপ্রত্যাশীদের হাতে নিয়োগ পত্র তুলে দিয়েছেন সমবায়মন্ত্রী।
এদিন তিনি বলেন, স্বরাষ্ট মন্ত্রী অমিত শাহ দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরলস চেষ্টা কোহলিয়ে যাচ্ছে। পাশাপাশি গ্রামে অর্থনৈতিক দিক দিয়ে উন্নত করাও চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তাঁর কথা, দেশের অর্থনৈতিক এবং সমাজকে উন্নয়ন করার ক্ষেত্রে সমবায় দফতরের যথেষ্ট ভূমিকা রয়েছে।