বিএসএফের অভিযানে ৬,০৯,৪০০ গাঁজা গাছ ধ্বংস 

আগরতলা, ১৮ ডিসেম্বর: গত এক সপ্তাহ থেকে সীমান্তরক্ষী বাহিনী, ত্রিপুরা ফ্রন্টিয়ার অবৈধভাবে গাঁজা চাষের বিরুদ্ধে ধারাবাহিক যৌথ অভিযান চালাচ্ছে। আজ এনসিবি, টিএসআর, ত্রিপুরা পুলিশ এবং আবগারি বিভাগের সাথে বিএসএফ অভিযানে নেমে ৩১,৫০০ গাঁজা গাছ ধ্বংস করে।

 বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, আজ বিশালগড় থানার অন্তর্গত গাজেরিয়া ও গনিয়ামারা গ্রামের সাধারণ এলাকায়  প্রায় ১৫ একক জমিতে গজিয়ে উঠা ৩১,৫০০ গাঁজা গাছ ধ্বংস করে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, আজকে আরেকটি অভিযানে  কালামচৌড়ার অধীনে গ্রাম দক্ষিণ কালামচৌড়ার সাধারণ এলাকায়১৮ একর জমিতে ৩০,০০০ গাঁজা গাছ ধ্বংস করে। এই মৌসুমে এখন পর্যন্ত ত্রিপুরায় মোট ৬,০৯,৪০০ গাছপালা ধ্বংস করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *