নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.) : ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) ১০২ কেজি হিরোইন পাচার মামলায় প্রধান অভিযুক্ত অমৃতপাল সিংকে শনিবার গ্রেফতার করেছে।
প্রায় ৭০০ কোটি টাকার ১০২ কেজি হেরোইন পাচার মামলায় অভিযুক্ত ছিল এই আসামী। গত বছরের এপ্রিলে আফগানিস্তানের মধ্য দিয়ে ভারত-পাক সীমান্তে হিরোইন পাচারে এই ধৃত জড়িত ছিল। এনআইএ জানিয়েছে, অভিযুক্ত পঞ্জাবের তারন তারানের বাসিন্দা। এনআইএ তাকে আটক করেছে। তদন্তে জানা গিয়েছে, সে ব্যাংকিং ও হাওয়ালার মাধ্যমে নগদ অর্থ পাচার করত। মাদক সংগ্রহের সঙ্গেও জড়িত ছিল এই ধৃত।
উল্লেখ্য, গত ২৪ ও ২৬ এপ্রিল দুই কিস্তিতে আটারি সীমান্ত থেকে প্রায় ১০২ কেজি হিরোইন উদ্ধার করা হয়। পঞ্জাবের অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই পালানোর সময় ধৃত অমৃতপালকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা। তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছে। মামলায় ইতিমধ্যে দুজনকে গ্রেফতারও করা হয়েছে।

