মুম্বই, ১৬ ডিসেম্বর (হি. স.) : সাইরাস মিস্ত্রির মতো পরিণতি হবে । বর্ষীয়ান শিল্পপতি রতন টাটাকে এই ভাসাতেই খুনের হুমকি দিয়ে আটক এক যুবক। মুম্বই পুলিশ জানিয়েছে, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফোন করে তাঁকে খুন করার হুমকি দিয়ে বলেন, সাইরাস মিস্ত্রির মতো পরিণতি হবে। পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে। এমবিএ ডিগ্রিধারী যুবকটি মানসিক সমস্যায় ভুগছেন বলেই অনুমান।
উল্লেখ্য, ২০২২ সালের ৪ সেপ্টেম্বর এক দুর্ঘটনায় মৃত্যু হয় সাইরাস মিস্ত্রির। তাঁর মৃত্যুর ঘটনার উল্লেখ করেই হুমকি দেওয়া হয় রতন টাটা । পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে। এমবিএ ডিগ্রিধারী যুবকটি মানসিক সমস্যায় ভুগছেন বলেই অনুমান। তিনি পুণের বাসিন্দা। কিন্তু ফোনটি করার সময় তিনি ছিলেন কর্নাটকে। ফোন নম্বর অনুসরণ করে তাঁর হদিশ মেলে। প্রযুক্তি ও টেলিকম পরিষেবা সংস্থার সাহায্যে শেষপর্যন্ত তাঁর কাছে পৌঁছনো সম্ভব হয়।
যদিও দেখা যায়, গত পাঁচদিন ধরে বাড়িতেই নেই তিনি। তাঁর স্ত্রী ইতিমধ্যেই দ্বারস্থ হয়েছেন পুলিশের। তদন্তে নেমে পরিষ্কার হয়ে যায় স্কিৎজোফ্রেনিয়ায় আক্রান্ত অভিযুক্ত। তবে অভিযুক্তর বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করছে না প্রশাসন। জানানো হয়েছে, তাঁর মানসিক অসুখের দিকটি বিচার করে তাঁকে অব্য়াহতি দেওয়া হয়েছে।