ধর্মনগরে জেলা শাসকের কার্যালয়ের বৈঠকে রাজ্যপাল

ধর্মনগর, ১৪ ডিসেম্বর :আজ ঊনকোটি জেলার কৈলাশহর থেকে রাজ্যপাল ইন্দু সেনা রেড্ডি নাল্লু দুপুর ১২ টায় ধর্মনগরের সার্কিট হাউসে গিয়েছেন। সার্কিট হাউসে মধ্যাহ্নভোজন সম্পন্ন করে। দুপুর দুইটায় উত্তর জেলা শাসকের কনফারেন্স হলে উপস্থিত হয়েছেন।

সেখানে রাজ্যপালের জন্য অপেক্ষমান ছিলেন উত্তর জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সহ জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার দীর্ঘক্ষণ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে আলোচনা শেষ করে তিনি রাত্রিতে ধর্মনগর সার্কিট হাউসে রাত্রি যাপন করবেন। শুক্রবার সকালে তিনি প্রথমে চলে যাবেন নতুন বাজার ,সেখান থেকে ভারত-বাংলাদেশ সীমান্ত বিষ্ণুপুর যাবেন। তারপর বিষ্ণুপুর থেকে ইয়াকুবনগর বিওপি, সেখান থেকে সরলা গ্রাম পঞ্চায়েতের কিছু রাস্তাঘাট পরিদর্শন করবেন এবং চলে যাবেন ব্রজেন্দ্রনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।

ব্রজেন্দ্রনগরের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগীরা কেমন করে সরকারি পরিষেবা গ্রহণ করছে তা দেখে ব্রজেন্দ্রনগরে যে পেভার ব্লকের কাজ চলছে তা পরিদর্শন করবেন। তাছাড়া ব্রজেন্দ্রনগর ধুপি পাড়াতে একটি পানীয় জলের প্রকল্পের কাজ চলছে তা পরিদর্শন করবেন, সেখান থেকে সাতসঙ্গম গ্রাম পঞ্চায়েতের হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারটি পরিদর্শন করে রাণী বাড়ি বাজারের পেভার ব্লকের কাজ পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে কদমতলা তে তপশিলি জাতি মেয়েদের জন্য যে হোস্টেলটি নির্মাণ হচ্ছে তার কাজকর্ম পর্যবেক্ষণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *