মদের আসরে যুবককে হত্যা, গ্রেপ্তার দু’জন

handcuffনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ দক্ষিণ জেলার বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র পাড়ায় মদের আসরে খুনের ঘটনায় জড়িত দুজনকে আটক করেছে পুলিশ৷ তারা হল যমজ ভাই অনিচাং মগ ও পুইচাং মগ৷ জানা যায় তিনজন মিলে মদের আসরে বসেছিল৷ আসর চলাকালে তাদের মধ্যে প্রচন্ড বাক বিতন্ডা হয়৷ এরই জের ধরে মদের বোতল ভেঙ্গে দুই যমজ ভাই শুভ কুমার ত্রিপুরার গায়ে আঘাত করে৷ ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায়৷ এদিকে আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু, শেষ রক্ষা করা যায়নি৷
গত ১৫ জুন দক্ষিণ জেলার বিলোনিয়ার রতনপুরের ঈশ্বরচন্দ্র পাড়ায় মদের আসরে জখম হয়েছিল শুভ কুমার ত্রিপুরা৷ তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে বিলোনিয়া এবং বিলোনিয়া থেকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়৷ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷ এব্যাপারে বিলোনিয়া থানায় মামলা গৃহীত হয়৷ এই মামলায় অভিযুক্ত দুজনকে আটক করেছে পুলিশ৷ আটক দুজনকেই আদালতে সোর্পদ করা হয়েছে৷ তাদের বিরুদ্ধে মামলা গৃহীত হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷