বীরপাড়ায় নেশার সামগ্রী সহ ধৃত ২

বীরপাড়া, ১৩ ডিসেম্বর (হি. স.): আলিপুরদুয়ারের বীরপাড়া থানার রামঝোরা চা বাগানে নেশার সামগ্রী সহ পুলিশ হাতে ধরা পড়ল পরিবারের দুই সদস্য। বাজেয়াপ্ত করা হয়েছে নিষিদ্ধ কাফ সিরাপ ও সিডেটিভ ট্যাবলেট।

বীরপাড়া থানা সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে রামঝোরা চা বাগানের সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে ৩৯২টি পেইনকিলার ট্যাবলেট ও ১৬ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সাবইনস্পেক্টর সঞ্জীব বর্মন। আটক করা হয় রোশনলাল ভগত ও তাঁর স্ত্রী রোশনি প্রসাদ ভগতকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর রাত ১০টা নাগাদ তাদের গ্রেফতার করা হয়। বুধবার দু’জনকেই আদালতে পাঠানো হয়েছে বলে জানান বীরপাড়া থানার ওসি পালজার ছিরিং ভুটিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *