নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.) : দক্ষিণ ভারতের দুটি রাজ্য কর্ণাটক ও তামিলনাড়ুতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকালে এই দুটি রাজ্যে মৃদু কম্পন অনুভূত হয় বলে জানা গিয়েছে। এই তথ্যটি ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অফিসিয়াল এক্স হ্যান্ডেলে শেয়ার করেছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ৬.৫২ মিনিটে কর্ণাটকের বিজয়পুরা জেলায় ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৩.১। এছাড়া সকাল ৭টা ৩৯ মিনিটে তামিলনাড়ুর চেঙ্গলপাট্টুতে ভূমিকম্প অনুভূত হয়। এখানে ভূমিকম্প হয় ৩.২ মাত্রার।