হরিদ্বার, ৫ ডিসেম্বর (হি.স.) : উত্তরাখণ্ডের হরিদ্বার জেলায় মঙ্গলবার সকালে একটি ট্রাক্টরের সঙ্গে বাসের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। হরিদ্বার ডিপোর একটি বাসের সঙ্গে ইট বোঝাই একটি ট্রাক্টর ট্রলির সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন এবং অনেকে সামান্য আহত হয়েছেন। দুর্ঘটনার পরই স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।
মঙ্গলবার সকালে উত্তরাখণ্ড রোডওয়েজের একটি বাস দিল্লি থেকে ঋষিকেশ যাচ্ছিল তখনই লান্ধৌরা দিক থেকে ইট বোঝাই একটি ট্র্যাক্টর ট্রলির সঙ্গে বাসের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ট্রাক্টরটি দুমড়ে মুচড়ে যায়। ট্রাক্টর চালকসহ ট্রাক্টরে থাকা দুই শ্রমিক গুরুতর আহত হন। বাসে থাকা কয়েকজন সামান্য আহত হয়। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের স্থানীয়রা চিকিৎসার জন্য রুরকি সিভিল হাসপাতালে পাঠায়।

