ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর।। এবার বাস্কেটবল অ্যাসোসিয়েশন। ক্রীড়া ক্ষেত্রে বিতর্কিত নাম রূপক দেবরায়ের বিরুদ্ধে তাঁরাও একরাশ ক্ষোভ উগরে দিলেন আজ, সোমবার সাংবাদিক সম্মেলনে। একই প্রকৃতির অভিযোগ, জাতীয় বাস্কেটবল আসরে ত্রিপুরার নামে বহি:রাজের খেলোয়ারদের খেলানো আজও অব্যাহত রেখেই চলেছে ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব রূপক দেব রায়। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা বাস্কেটবলের এসোসিয়েশনের সচিব সমীর দাস এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্যভিত্তিক আলোচনা করে এবং রূপক দেবরায়ের বিরুদ্ধে এফআইআর করার কথা উল্লেখ করেন। আগামী ৬ ডিসেম্বর ত্রিপুরা বাস্কেটবলের এসোসিয়েশনের ৩ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল লুধিয়ানায় যাচ্ছে। সেখানে জাতীয় সিনিয়র বাস্কেটবল টুর্নামেন্টে সর্বভারতীয় বাস্কেটবল ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে রূপক দেবরায়ের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন ক্রীড়া সংগঠনের অভিযোগ, থানা পুলিশ এবং আদালতে রূপকের বিষয়ে বর্তমান স্ট্যাটাস সহ সমগ্র বিষয় তুলে ধরে দীর্ঘদিনের ধরে রাজ্যের খেলোয়াড়দের বঞ্চনা থেকে মুক্তির পথ খোঁজা হবে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে সভাপতি সঞ্জয় সাহা ও জয়েন্ট সেক্রেটারি রাজু সাহা ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
2023-12-04