ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর।। মুম্বাইয়ের বিরুদ্ধে দুর্দান্ত জয় পাওয়ার পর মঙ্গলবার আসরের শেষ ম্যাচ খেলতে মাঠে নামছে ত্রিপুরা। প্রতিপক্ষ পুদুচেরী। ব্যাঙ্গালুরুর আলোর ক্রিকেট আকাদেমি মাঠে হবে ম্যাচটি। বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে। দুদলই আসরে ৬ টি করে ম্যাচ খেলে নিয়েছে। সমসংখ্যক ম্যাচ খেলে ত্রিপুরা ৩ টি ম্যাচে এবং পুদুচেরী ২ টি ম্যাচে জয় পেয়েছে। শেষ ম্যাচে শক্তিশালী মুম্বাইকে পরাজিত করে মানসিক দিকে দিয়ে অনেকটাই ত্রিপুরার ক্রিকেটাররা। ওই অবস্থায় পুদুচেরীর বিরুদ্ধে কিছুটা হলেও এগিয়ে মাঠে নামবে ত্রিপুরা। শেষ ম্যাচে জয় পেলে রণজি ট্রফি শুরু হওয়ার আগে গোটা দলই চাঙ্গা থাকবে। তা মাথায় রেখেই মঙ্গলবার মাঠে নামবেন মণিশঙ্কর মুড়াসিং-রা। এদিন বিশ্রাম দেওয়া হয় মুম্বাইয়ের বিরুদ্ধে প্রথম একাদশে খেলা ক্রিকেটাদের। বাকিরা জিমে গা ঘামান। আজ ফেভারিট হিসাবেই মাঠে নামবে ত্রিপুরা মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। জয় পাওয়া নিয়ে আশাবাদী ত্রিপুরার ক্রিকেটাররাও। মুম্বায়ের বিরুদ্ধে দুই স্পিনার পারভেজ সুলতান এবং চিরঞ্জীৎ পাল বল হাতে ছিলেন দুরন্ত। পুদুচেরীর বিরুদ্ধেও তঁাদের দলে রাখা হবে বলে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
2023-12-04