সুরক্ষা ও নিরাপত্তাই অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের অগ্রাধিকার : জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.): সুরক্ষা ও নিরাপত্তাই অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের অগ্রাধিকার। সোমবার রাজ্যসভায় বললেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। একইসঙ্গে তিনি রাজ্যসভায় বলেছেন, “কুয়াশা পরিস্থিতিতে উড়ান পরিষেবা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে।” সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিন রাজ্যসভায় সিন্ধিয়া বলেছেন, “সুরক্ষা ও নিরাপত্তা আমাদের মন্ত্রকের অগ্রাধিকার। নিরাপত্তার জন্য আমাদের ইনস্টিটিউট বিসিএএস (সিভিল এভিয়েশন সিকিউরিটি ব্যুরো) সমস্ত বিমানবন্দরের উপর তীক্ষ্ণ নজর রাখে এবং নিরাপত্তার জন্য ডিজিসিএ সিএআর (সিভিল এভিয়েশন রুল) জারি করে, যাতে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রাখা হয়। যখনই কোনও এয়ারলাইন অথবা বিমানবন্দর দোষী প্রমাণিত হয়, তখনই তাঁদের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হয়।”

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এদিন রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে আরও বলেছেন, “সরকারের গৃহীত পদক্ষেপে মাত্র ০.০৫ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে এবং গত বছর শীতকালে কুয়াশার কারণে মাত্র ০.০১ শতাংশ ফ্লাইট বিলম্বিত হয়েছে।” তিনি বলেন, এন্টি ফগ ল্যান্ডিং সিস্টেমকে প্রযুক্তিগতভাবে ক্যাট সিস্টেম বলা হয়, যা বিমানবন্দরে বাড়ানো হচ্ছে। তিনি আরও বলেছেন, উত্তর ভারতের মাত্র ১৮ থেকে ১৯টি বিমানবন্দরে শীতকালে কুয়াশার এই সমস্যা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *