আগরতলা, ৪ ডিসেম্বর : সপ্তাহ শুরু হতেই মিজোরামে ভোটের উষ্ণতা বাড়তে শুরু করেছে। আজ উত্তর-পূর্বাঞ্চলের ছোট্ট ওই রাজ্যে বিধানসভা ভোটের গণনা চলছে। সকাল ৮টা থেকে শুরু ভোট গণনা হয়েছে। ২০১৮-য় ১০ বছরের কংগ্রেস-শাসনের অবসান ঘটিয়ে মিজোরামে ক্ষমতায় এসেছিল এনডিএ-র শরিক দল মিজো ন্যাশনাল ফ্রন্ট। মুখ্যমন্ত্রী হয়েছিলেন জোরামথাঙ্গা।
এবার কি কংগ্রেস ঘুরে দাঁড়াবে, নাকি এমএনএফ আবারও ক্ষমতায় ফিরবে। হয়তো, সকলকে চমকে দিয়ে জোরাম পিপলস মুভমেন্ট (জেডপিএম) ক্ষমতা ছিনিয়ে নেবে, অপেক্ষায় রয়েছেন গোটা রাজ্য সহ দেশ। এই মুহুর্তে পোস্টাল ব্যালটে গণনা চলছে। ৪০ আসনের মিজোরাম বিধানসভা নির্বাচনে ন্যূনতম ২১টি আসনে জয়ী হলেই তবেই ক্ষমতা দখল সম্ভব হবে।