বালুরঘাট, ৩ ডিসেম্বর (হি. স.) : সামনের বছর লোকসভা ভোট । তার আগে রবিবার দেশের চারটি রাজ্যের বিধানসভা নির্বাচনের গণনা চলছে। ফলাফল অনুযায়ী, মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে বিজেপি এগিয়ে রয়েছে । তিনরাজ্যে বিজেপির জয়জয়কারের প্রবণতা সামনে আসতেই উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ তথা দক্ষিণ দিনাজপুর জেলার সবথেকে বড় বোল্লা রক্ষাকালী মায়ের কাছে পুজো দিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।
রবিবার বিকেলে দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে বোল্লা মন্দিরে পুজো দিলেন সুকান্ত মজুমদার। পুজো দেওয়ার পর বিজেপির জলসত্রতে বসেন তিনি। পথ চলতি মানুষদের মধ্যে লাড্ডু, বাতাসা ও পানীয় জল তুলে দেন সাংসদ। এরপর ছোটবেলার দিনগুলোতে ফিরে যান সুকান্ত। এয়ারগান দিয়ে ফাটান নীল ও সবুজ বেলুন। দলীয় কর্মী সমর্থকদের জন্য দোকান থেকে কেনেন জিলিপি ৷ সেই জিলিপি নিজেও খান তিনি। কিছুটা এগোতেই আচারের দোকান থেকে বনকূল কিনেও খান সুকান্ত মজুমার। তিন রাজ্যে ভালো ফল হওয়ার জন্যই আজ মায়ের কাছে পুজো দিলেন দিলেন তিনি। আগামীদিনে লোকসভা নির্বাচনে ভাল ফল হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।