আগরতলা, ৩ ডিসেম্বর: নাগাল্যান্ডে খাতা খুলতে ব্যর্থ হয়েছে কংগ্রেস। টাপি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে আসন ধরে রাখতে সক্ষম হয়েছে এনডিপিপি। দলীয় প্রার্থী ওয়াংপাং কোনইয়াক ১০,০৫৩টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী ওয়াংলেম কোনইয়াক মাত্র ৪৭২০টি ভোট পেয়েছেন।
গত ২৮ আগস্ট টাপি বিধানসভা কেন্দ্রের এনডিপিপি বিধায়ক নোক ওয়াংনাও প্রয়াত হয়েছিলেন। তাই ওই আসনে গত ৭ নভেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ বিধানসভা নির্বাচনে নাগাল্যান্ডে কংগ্রেস ২৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। কিন্তু কোনো আসনেই শতবর্ষ প্রাচীন ওই জাতীয় দল জয়ী হয়নি।