পুণে-তে পৌঁছলেন রাষ্ট্রপতি, মহারাষ্ট্রে দ্রৌপদী মুর্মু ৪-দিনের সফর শুরু

পুণে, ২৯ নভেম্বর (হি.স.) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৪ দিনের সফরে মহারাষ্ট্রে পৌঁছেছেন। বুধবার পুণে-তে পৌঁছলে রাষ্ট্রপতিকে স্বাগত জানান মহারাষ্ট্রের রাজ্যপাল রমেশ বাইস। পুণের কাছে লোনাভালায় কৈবল্যধাম আয়োজিত তাদের শতবর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে ‘বিদ্যালয়ে যোগা’ সংক্রান্ত এক জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। এদিন সন্ধ্যায় খাড়কওয়াসলায় ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে রাষ্ট্রপতির সম্মানে নৈশভোজে শ্রীমতি মুর্মু উপস্থিত থাকবেন।

আগামীকাল সেখানে ন্যাশনাল ডিফেন্স একাডমির ১৪৫-তম কোর্সের পাসিং আউট প্যারেডে উপস্থিত থাকবেন। পঞ্চম ব্যাটেলিয়ানের নতুন ভবনের শিলান্যাস করবেন রাষ্ট্রপতি। আগামী শুক্রবার রাষ্ট্রপতি পুণের আর্মড ফোর্সেস মেডিকেল কলেজকে প্রেসিডেন্টস কালার প্রদান করবেন। এর পাশাপাশি রাষ্ট্রপতির একগুচ্ছ কর্মসূচি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *