শিলিগুড়ির আইওসি’র টার্মিনালের সামনে অগ্নিকাণ্ড

শিলিগুড়ি, ২৯ নভেম্বর (হি.স.) : শিলিগুড়ি এনজেপির ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি)-এর টার্মিনালের সামনে একটি টায়ারের দোকানে অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টায়ারের দোকানে থাকা হাওয়া ভরানোর মেশিন থেকে বুধবার কোনওভাবে আগুন লাগে। সেই আগুন পাশের দুটি দোকানেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইওসি থেকে ফোম দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে এনজেপি থানার পুলিশ।