আগরতলা, ২৮ নভেম্বর: অগ্নিকাণ্ডে বটতলা বাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি করলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। আজ বটতলা বাজার পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথাবার্তা বলেন তিনি।
প্রসঙ্গত, রবিবার গভীররাতে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে বটতলা বাজারে। অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়েছে প্রায় দেড়শ সবজির দোকান। এছাড়াও ১৫ থেকে ২০টি মুদির দোকান সহ অন্যান্য দোকানও এই অগ্নিকান্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। রাত আনুমানিক প্রায় ১টা নাগাদ এই অগ্নিকান্ড সংঘটিত হয়েছে বলে জানা গেছে।
আজ সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। এদিন তিনি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সাথে কথাবার্তা বলেন। তিনি রাজ্য সরকারের কাছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য দাবি জানিয়েছেন।