নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২৬ নভেম্বর : যথাযোগ্য মর্যাদায় কল্যাণপুর ব্লকের মিলনায়তনে রবিবার সংবিধান দিবস পালিত হয়েছে। একই সাথে সংবিধান প্রণেতা ডক্টর বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের একটি পূর্ণাবয়ব মর্মর মূর্তির আবরণ উন্মোচন করা হয়েছে এদিন।
এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেছেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদ এর সভাধিপতি জয়দেব দেববর্মা, কল্যাণপুর ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ইন্দ্রানী দেববর্মা, জিলা পরিষদের সহ সভাধিপতি হরি শংকর পাল, সমাজ কর্মী জীবন দেবনাথ,পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রাজীব পাল, জলি বর্মন প্রমুখ। অনুষ্ঠানে সভাপত্বিত করেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সোমেন গোপ।
বিধায়ক পিনাকী দাস চৌধুরী তার বক্তব্যে বলেন, সব জাতির মানুষকে সম্মান জানিয়ে দেশের সংবিধান লেখা হয়েছিল। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর ভারতের গনপরিষদে সংবিধান গৃহীত হয় এবং ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে সেটি কার্যকর করা হয়। তাই ২৬ নভেম্বর দিনটি সংবিধান দিবস হিসাবে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়। তিনি আক্ষেপের সুরে বলেন বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার আগে কল্যাণপুরে আগের সরকার কোন ভারতীয় মনীষীর মূর্তি স্থাপন করেনি। তিনি বলেন কিছু দিন পূর্বে কল্যাণপুর স্কুলের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি স্থাপন করা হয়। আর রবিবার স্থাপিত হলো আহমেদকরের পূর্ণাবয়ব মূর্তি। তিনি এজন্য ব্লক প্রশাসন সহ ব্লকের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।