নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া , ২৬ শে নভেম্বর : রবিবার বিলোনিয়া মহকুমা হাসপাতালের কনফারেন্স হলে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা বিলোনিয়া শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে আগরতলা থেকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অশোক কুমার চক্রবর্তী ও কাজল বণিক, সম্মেলনে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, সাউথ জোনাল কমিটির ভাইস চেয়ারমেন অনুপম চক্রবর্তী এবং মহ কুমা হাসপাতালের স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার বিকাশ মজুমদার।
অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিদের ফাউন্ডেশনের পক্ষ থেকে হাতে পুষ্প স্তবক তুলে দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও উদ্বোধনী সংগীতের মধ্যে দিয়ে সম্মেলনের শুভরাম্ভ হয়। উদ্বোধনী সংগীত পরিবেশনায় ছিলেন শিল্পী পারমিতা সাহা ও পিনাকী নাগ। শুরুতে শাখা সম্পাদক স্নেহাশীষ চক্রবর্তীর স্বাগত বক্তব্যর মধ্যে সম্মেলনের কাজ শুরু হয়।
সম্পাদক স্নেহাশীষ চক্রবর্তী গত দুবছরে সংগঠন কি কি কাজ করেছে এবং আগামীতে কি করতে চায় তার ওপর একটি স্পষ্ট ব্যাখ্যা দেন, তার বক্তব্য শেষে মঞ্চে উপবিষ্ট অতিথিগন হেপাটাইটিস ফাউন্ডেশনের কাজকর্ম নিয়ে তাঁদের বক্তব্য পেশ করেন, আজকের শাখা সম্মেলনে পুরানোদের পাশাপাশি নতুনদের উপস্থিথি ছিলো চোখে পড়ার মত ,বক্তব্য শেষে আগামী দু বছরের জন্য নতুন কমিটি ঘোষিত হয়েছে, সভাপতি হিসেবে রয়েছেন ডাক্তার বিকাশ মজুমদার, সহ সভাপতি সুশঙ্কর ভৌমিক ও সনৎ দত্ত, সম্পাদক স্নেহাশীষ চক্রবর্তী, সহ সম্পাদক উত্তম বিশ্বাস, কেশিয়ার শিব শঙ্কর পাল ভৌমিক,সব মিলিয়ে ১১ জনের এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়েছে, সম্মেলন শেষে কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিদের হাতে নতুন কমিটির কাগজ পত্র তুলে দেওয়া হয়েছে।