কলকাতা, ২৩ নভেম্বর (হি.স.) : কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে এদিন বিজেপির বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবাস যোজনা থেকে একশো দিনের কাজের প্রকল্পে বরাদ্দ টাকা ‘আটকে রাখার’ অভিযোগ তোলেন তিনি।
বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত সভা থেকে একাধিক বিষয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। কখনও তাঁর গলায় উঠেছে এসেছে কেন্দ্রীয় বঞ্চনা প্রসঙ্গ, কখনও দিল্লির সরকারের বিরুদ্ধে গৈরিকীকরণের অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।
মমতা বলেন, ‘কেন্দ্রীয় সরকার ক্ষমতার জোরে যা খুশি তাই করে যাচ্ছে। সব কিছুতেই বাবুদের ছবি লাগাতে হবে। জমিদারদের মতো আচরণ করছে। বাবুদের ছবি না লাগালে টাকা দেওয়া হবে না বলছে। আমি বলে দিয়েছি, তোমাদের টাকা দেওয়ার কোনও দরকার নেই। আর তো তিন মাস এই সরকারের আয়ু, তারপরই নির্বাচন ঘোষণা হয়ে যাবে। এই সরকারকে বিদায় দেওয়ার সময় এসে গিয়েছে।’
সম্প্রতি, জুন মাসে হওয়া পঞ্চায়েত নির্বাচনে জেলায় জেলায় সিংহভাগ আসন দখল করেছে তৃণমূল। তবে পঞ্চায়েত স্তরে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে একশো দিনের কাজের বকেয়া। মানুষের সেই ক্ষোভকে কাজে লাগিয়েই আগামী নির্বাচনের বৈতরণী পার করতে তৎপর তৃণমূল কংগ্রেস।
তৃণমূলনেত্রী বলেন, একাধিক দুর্নীতির অভিযোগে রাজ্যে সক্রিয় হয়েছে ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শাসকদলের একাধিক নেতামন্ত্রী দুর্নীতির অভিযোগে জেলে রয়েছে। অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কংগ্রেস শাসিত রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলে বৈভব গেহলটও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবের মুখে পড়েছেন।
মমতা বলেন, ‘এখানকার বিজেপি নেতাদের অনেক বেনামি সম্পত্তি। দিল্লিতে ক্ষমতা রয়েছে বলে ইডি-সিবিআইকে দিয়ে তৃণমূল কংগ্রেস, অরবিন্দ কেজরিওয়াল বা অশোক গেহলটের ছেলের বিরুদ্ধে যা করানো হচ্ছে, আগামী দিন এই অফিসাররাই তোমাদের সঙ্গে একই কাজ করবে।’