পাথারকান্দি (অসম), ২৩ নভেম্বর (হি.স.) : সিভিক অ্যাকশন প্রেগ্রামের মধ্যে দিয়ে বিএসএফ-এর ১৩৪ নম্বর বাহিনী করিমগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় বসবাস করা দু:স্থ মানুষ সহ গবাদি পশুদের ফ্রী স্বাস্থ্য শিবিরের মাধ্যমে ঔষধ পথ্য বন্টন সহ পড়ুয়া ও সীমান্ত বাসীর মধ্যে সামগ্রী বন্টন করা হয়ে আসছে । বৃহস্পতিবার পাথারকান্দির সোনাতলা বিএসএফের পক্ষে সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় ।
এদিন সকালে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্টানের সূচনা হয়।পরে অনুষ্টানে উপস্থিত বিশিষ্টবর্গ সহ বিভাগীয় শীর্ষ আধিকারিকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।এতে বিভিন্ন পড়ুয়ারা দেশাত্ববেধক সংগীত সহ সমবেত ও একক নৃত্য পরিবেশন করে।পরে বিএসএফের ব্যবস্থাপনায় অনুষ্টিত পশু স্বাস্থ্য শিবিরে অর্ধশতাধিক গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষা করে বিনামুল্যে ঔষধ পথ্য বন্টন সহ পড়ুয়া ও জনগনের মধ্যে বিভিন্ন সামগ্রী বন্টন করা হয়।
এদিনের দ্বিতীয় অনুষ্টানটি অনুষ্টিত হয় লক্ষ্মীপুর বিএসএফের পক্ষে। এতে সীমান্ত এলাকায় বসবাস করা জনগন সহ পড়ুয়াদের মধ্যে বন্টন করা সেলাই মেশিন জুতো চপ্পল সাইকেল বৈদ্যুতিক বাল্ব ফ্যান জলের মোটর ছাতা টর্চ লাইট চেয়ার টেবিল স্কুল স্টেশনারী ওয়াটার ফিল্টার টিফিন বক্স কৃষি সহায়ক যন্ত্র জলের ড্রাম ইত্যাদি।দুটি অনুষ্টানে উপস্থিত ছিলেন সেকেন্ড ইন কমান্ড অজয় ভট, ডেপুটি কমাডেন্ট হরিন্দ্রর সিং, তোমর সঞ্জিব কুমার, এ সি আর এস কোমায়েত, ড. প্রদীপ চন্দ্র প্রমুখ।
তারা সংক্ষিপ্ত আলোচনায় জানান যে শুধু সীমান্ত বাহিনীর পক্ষে একক ভাবে আন্তর্জাতিক সীমানায় নিশ্চিদ্র নিরাপত্তা প্রদান সম্ভবপর নয়।এতে সীমান্ত এলাকায় বসবাসকরা সচেতন জনগনের সার্বিক সহযোগিতার প্রয়োজন রয়েছে।এমন স্পষ্ট মনোভাবকে সামনে রেখে বিএসএফ বরাবরের মত সিভিক অ্যাকশন অনুষ্টানের মাধ্যমে ভারতীয় সীমান্তের দু:স্থ জনগন গবাদি পশু সহ মেধাবী পড়ুয়াদের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করে চলছে। এতে কিছুটা হলেও উপকৃত হচ্ছেন পিছপড়া এলাকার মানুষ। এদিনের দুটি অনুষ্টানে বিএসএফের পক্ষে প্রায় সাত লক্ষ টাকার ঔষধ পথ্য সহ নিত্য প্রয়োজনিয় সামগ্রী বন্টন করা হয়।ভবিষ্যতেও তাদের এহেন প্রয়াস জারি থাকবে।