অনূর্ধ্ব-‌১৫ জাতীয় গার্লস ক্রিকেটে ত্রিপুরা আজ উত্তরাখন্ডের মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর।। আসরের তৃতীয় ম্যাচ খেলতে মঙ্গলবার মাঠে নামবে ত্রিপুরা। প্রতিপক্ষ উত্তরাখন্ড। ভিলাই এর সেক্টর ওয়ান মাঠে হবে ম্যাচটি। অনূর্ধ্ব-‌১৫ বালিকাদের ক্রিকেটে। পর পর দুই ম্যাচে হেরে মানসিকভাবে কিছুটা পিছিয়ে নারায়ন দেব-‌এর মেয়েরা। অপরদিকে ২ ম্যাচ খেলে ১ টি ম্যাচে জয় পেয়েছিলো উত্তরাখন্ড। ফলে শক্তির বিচারে ত্রিপুরা থেকে এগিয়েই মাঠে নামবে উত্তরাখন্ড। তবে শেষ ম্যাচে সৌরাষ্ট্রের বিরুদ্ধে ত্রিপুরার ব্যাটসম্যান-‌রা লড়াই করার মানসিকতা দেখিয়েছিলো। যা থেকে অনুমেয় অভিজ্ঞতা বাড়ছে পারমিতাদের। সোমবার ভিলাই থেকে এ-‌কথাই বলেন ত্রিপুরার কোচ নারায়ন চন্দ্র দেব। তিনি বলেন,”একঝঁাক নবাগত ক্রিকেটারদের নিয়ে এসেছি আমি। লক্ষ্য একটাই মেয়েদের অভিজ্ঞতা বাড়ানো। যাতে আগামীদিনে আরও ভালো খেলতে পারে মেয়েরা। তা মাথায় রেখেই কাজ করে চলছি”। পর পর দুই দিন ম্যাচ খেলায় সোমবার বিশ‌্রাম দেওয়া হয় ত্রিপুরার ক্রিকেটারদের। কোচ ইবশ্বাস করেন, উত্তরাখন্ডের বিরুদ্ধেও দিপীকা পাল-‌রা চ্যালেঞ্জ ছুড়ে দেবে।‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *