চড়িলাম, প্রতিনিধি, ১৭ নভেম্বর।। মোবাইল চুরির ঘটনা ঘটছে অহরহ। কিন্তু যদি সহৃদয় ব্যক্তির হাতে না পড়ে সেই মোবাইল ফিরে পাওয়া খুবই মুশকিল। মোবাইল হারিয়ে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে দিশেহারা অবস্থা হয়ে যায় অনেকেরই। কেননা একটা মানুষের গুরুত্বপূর্ণ ফোন নাম্বার সহ যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য গচ্ছিত থাকে নিজের মোবাইল ফোনে। কিন্তু বর্তমানে মোবাইল খোয়ানো দুশ্চিন্তার কারণ। বরং মোবাইল চোর কিংবা লোভীদের দুশ্চিন্তা বহুগুণ বেড়েছে। কারণ প্রযুক্তির ব্যবহার করে সহজে মোবাইল উদ্ধার করে নিচ্ছে পুলিশ।
চলতি সপ্তাহের তিনটি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছে বিশালগড় থানার দায়িত্বপ্রাপ্ত এ এস আই কাকলি সাহা। গত অক্টোবর মাসের ১৮ তারিখ পেশায় একজন ব্যবসায়ী সুমন দেব প্রায় ত্রিশ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন হারিয়ে ছিলেন। তার বাড়ি পশ্চিম ত্রিপুরা জেলার সিদ্ধি আশ্রম এলাকায়।
প্রসঙ্গত,গত অক্টোবর মাসে চড়িলামে তার এক বন্ধুর বাড়ি যাওয়ার পথে মোবাইলটি হারিয়ে ফেলে। পরের দিন বিশালগড় থানায় দ্বারস্থ হন ওই ব্যক্তি। থানার এএসআই কাকলি সাহা প্রযুক্তির ব্যবহার করে প্রায় এক মাসের মাথায় মোবাইল হ্যান্ডসেটটি উদ্ধার করতে সক্ষম হয়। শুক্রবার সন্ধ্যায় সুমন দেবের হাতে হারিয়ে যাওয়া মোবাইলটি তুলে দেওয় হয়েছে। হারানো মোবাইলটি পেয়ে সুমন দেব বিশালগড় থানাকে সাধুবাদ জানিয়েছেন। এমনকি পুলিশের ভূমিকা নিয়েও অত্যন্ত খুশি ব্যক্ত করেছেন তিনি।
এক সময় রাজধানীর থানাগুলোতে খোয়ানো মোবাইল উদ্ধারের কথা শোনা যেতো। কিন্তু বর্তমানে মহকুমা এবং গ্রামীন এলাকার থানা গুলি মোবাইলফোন উদ্ধারের বিশেষ ভূমিকা নিচ্ছে। যা অত্যন্ত প্রশংসনীয় একটি বিষয়।

