প্রথমবার রাজ্যে মিস্টার ত্রিপুরা বডিবিল্ডিং চ্যাম্পিয়ানশীপ আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর।। প্রস্তুতি চূড়ান্ত। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রতিযোগিতা শুরু হতে কিছুটা অপেক্ষা করতে হচ্ছে। তবে দু’ঘণ্টা পর বেলা একটা থেকে প্রথমবারের মতো রাজ্যে আয়োজিত এই “মিস্টার ত্রিপুরা” প্রতিযোগিতা শুরু করার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের। ত্রিপুরা বডি বিল্ডারস এন্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগরতলায় নজরুল কলাক্ষেত্রে আগামীকাল রাজ্যে প্রথমবারের মতো মিস্টার ত্রিপুরা ২০২৩ বডিবিল্ডিং এন্ড ম্যান ফিজিকস চ্যাম্পিয়নশিপ হতে যাচ্ছে। এই চ্যাম্পিয়ন শিপে বহি:রাজ্য থেকে আন্তর্জাতিক বিচারকের একটি দল আসবে। পাশাপাশি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুজন আন্তর্জাতিক পুরুষ বডি বিল্ডার আরমবাম ববি সিং ও জগন্নাথ খুন্তিয়া এবং একজন আন্তর্জাতিক মহিলা বডিবিল্ডার সবিতা বানিয়া। আন্তর্জাতিক জাজ টিমে আসছেন তাশী অঙ্গমো লেপচা, নেপরাম কিষান সিং ও ভবজ্যোতি গোস্বামী এবং পেমা ওয়াঙ্গেল দর্জি ভুটিয়া। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং বিমান পরিষেবা বিঘ্ন ঘটায় বিচারক মন্ডলী এবং অতিথিবৃন্দ আগামীকাল প্রথম বেলায় আগরতলায় আসছেন। ‌প্রাথমিক পর্যায়ের প্রতিযোগিতা বেলা ১১ টা এবং বেলা ১টা থেকে শুরু হলেও প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবে বিকেল চারটায়। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক অভিষেক দেবরায়, ত্রিপুরা পুলিশের এসপি ড. কিরন কুমার কে, তথ্য ও সংস্কৃতি দপ্তরের চেয়ারম্যান নবেন্দু ভট্টাচার্য, রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, দপ্তরের উপ-অথিকর্তা তথা অলিম্পিয়ান দীপা কর্মকার প্রমুখ উপস্থিত থাকবেন। প্রায় শতাধিক পুরুষ ও মহিলা অ্যাথলেট প্রতিযোগিতায় অংশ নেবেন। প্রতিযোগিতা মূলতঃ পুরুষ বিভাগের অনুষ্ঠিত হলেও মেয়েদের বিভাগের ক্ষেত্রে হবে প্রদর্শনী মূলক। ‌এ প্রতিযোগিতাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট মহলে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। উদ্যোক্তাদের পক্ষ থেকে আজ, শুক্রবার সন্ধ্যায় আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে চ্যাম্পিয়নশিপ ঘিরে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এই প্রতিযোগিতা থেকে রাজ্য দল গঠন করা হবে, যা আগামী মার্চ মাসে পাঞ্জাবে অনুষ্ঠেয় সর্বভারতীয় ফেডারেশন বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে ত্রিপুরার হয়ে প্রতিনিধিত্ব করবে। সাংবাদিক সম্মেলনে সংস্থার সভাপতি তনয় দাস, সচিব সাঙ্কি সাহা, পশ্চিম জেলা সংস্থার সভাপতি সিদ্ধার্থ রায় চৌধুরী, সচিব রাজীব দাস, খোয়াই জেলা সংস্থার সচিব শান্তনু সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *