মুম্বই, ১৬ নভেম্বর (হি.স.) : মোদী ‘বাম্পার সংখ্যাগরিষ্ঠতা’ নিয়ে তৃতীয় বার জয়ী হবেন, বলে বৃহস্পতিবার মন্তব্য করেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস। এদিন তিনি তাঁর বাসভবনে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, দেশের মানুষ ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আরেকবার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
দীপাবলি উপলক্ষ্যে দেবেন্দ্র ফড়নবীস বৃহস্পতিবার তাঁর বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীকে তৃতীয়বার জয়ী করার সিদ্ধান্ত নিয়েছে মানুষ। এদিন ভারতীয় জনতা পার্টির নেতা এই জল্পনাও উড়িয়ে দিয়েছেন যে তিনি নিজেই আগামী বছর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। ২০২৪ সালের সাধারণ নির্বাচনে বাম্পার সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে মোদীকে তৃতীয় বার নির্বাচিত করার জন্য মানুষ ইতিমধ্যে তাদের মন তৈরি করে নিয়েছে। তিনি আরও বলেন, কেউ যতই চেষ্টা করুক না কেন, মানুষ তাদের মন পরিবর্তন করবে না।