ত্রিপুরায় ভোটার তালিকায় বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীতে ২৮৭৭১টি আবেদন জমা পড়েছে, খসড়ায় বেড়েছে ১২৫৬৮ জন : মন্ত্রী

আগরতলা, ১৬ নভেম্বর : ত্রিপুরায় ভোটার তালিকায় বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীতে ২৮৭৭১টি আবেদন জমা পড়েছে। এছাড়া, তেইশের বিধানসভা নির্বাচনের পূর্বে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা থেকে গত ১ নভেম্বর পর্যন্ত প্রকাশিত খসড়া ভোটার তালিকায় ১২৫৬৮ জন বৃদ্ধি হয়েছে। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই তথ্য দিয়েছেন নির্বাচন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী রতন লাল নাথ। তাঁর কথায়, প্রত্যেক নাগরিকের ভোটাধিকার প্রয়োগ করা উচিত। তাই, ত্রিপুরায় সমস্ত বৈধ ভোটারদের কাছে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার আবেদন জানিয়েছেন তিনি।

এদিন তিনি বলেন, বিধানসভা নির্বাচনের পূর্বে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী ত্রিপুরার ২৮ লক্ষ ১৩ হাজার ৪৭৮ জন ভোটার ছিলেন। তাঁদের মধ্যে পুরুষ ১৪ লক্ষ ১৪ হাজার ৬৫৩ জন এবং মহিলা ১৩ লক্ষ ৯৮ হাজার ৮২৫ জন ভোটার রয়েছেন। এদিকে, গত ১ নভেম্বর প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী ত্রিপুরায় ২৮ লক্ষ ২৬ হাজার ৪৬ জন ভোটার রয়েছেন। তাঁদের মধ্যে পুরুষ ১৪ লক্ষ ২০ হাজার ৯৭৩ জন এবং মহিলা ১৪ লক্ষ ৫ হাজার ৭৩ জন ভোটার রয়েছেন। 

তিনি জানান, বিধানসভা নির্বাচনের পূর্বে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকার তুলনায় গত ১ নভেম্বর প্রকাশিত খসড়া ভোটার তালিকায় ১২৫৬৮ জন বৃদ্ধি পেয়েছে। তাঁদের মধ্যে পুরুষ ৬৩২০ জন এবং মহিলা ৬২৪৮ জন ভোটার রয়েছেন। তাঁর কথায়, খসড়া ভোটার তালিকায় দাবি, আপত্তি এবং সংশোধনীর প্রক্রিয়া শুরু হয়েছে। ১ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকায় বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীর প্রক্রিয়া চলবে। এখন পর্যন্ত ওই প্রক্রিয়ার অন্তর্গত ২৮৭৭১টি আবেদন জমা পড়েছে। 

তিনি বলেন, ওই আবেদনগুলির মধ্যে দাবি ৮৫৯৯টি, আপত্তি ৪৬৫৭টি এবং সংশোধনীর জন্য ১৫৫১৫টি আবেদন রয়েছে। তাঁর কথায়, প্রত্যেক নাগরিকের ভোটাধিকার প্রয়োগ করা উচিত। তাই, রাজ্যের সমস্ত বৈধ ভোটার শীঘ্রই ভোটার তালিকায় নথিভুক্ত হোন। কারণ, সামনে লোকসভা নির্বাচন। তাতে, ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার গুরুত্ব আরও বেড়ে যাচ্ছে। 

তাঁর বক্তব্য, এখন বছরে চারবার ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার সুযোগ দেওয়া হচ্ছে। তাই, এই মুহুর্তে ১৭ বছর বয়স হয়েছে তাঁরাও ভোটার তালিকায় নাম নথিভুক্ত করুন। যেদিন ১৮ বছর পূর্ণ হবে, একবার শুনানি হওয়ার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়ে যাবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *